মো: রনি আকন্দ, জয়পুরহাট থেকে: জাতির জনক
বঙ্গবন্ধু
শেখ
মুজিবুর
রহমানের
৪৪তম
শাহাদৎ
বার্ষিকী
ও
জাতীয়
শোক
দিবস
উপলক্ষে
জয়পুরহাট
জেলা
প্রশাসনের
উদ্যোগে
র্যালী
ও
আলোচনা
সভা
অনুষ্ঠিত
হয়েছে।
এ উপলক্ষে
জেলা
প্রশাসকের
কার্যালয়
চত্ত্বর
থেকে
একটি
শোকর্যালী
বের
হয়ে
শহরের
প্রধান
প্রধান
সড়ক
প্রদক্ষিন
শেষে
স্থানীয়
শহীদ
ডাঃ
আবুল
কাশেম
ময়দানে
এসে
শেষ
হয়।
র্যালী শেষে
জাতির
জনক
বঙ্গবন্ধু
শেখ
মুজিবুর
রহমানের
প্রতিকৃতিতে
পুষ্পস্তবক
অর্পন
করা
হয়।
পরে জেলা
পরিষদ
মিলনায়তনে
জেলা
প্রশাসক
জাকির
হোসেন
এর
সভাপতিত্বে
অনুষ্ঠিত
শোক
সভায়
বক্তৃতা
করেন
জয়পুরহাট-
০১
আসনের
সংসদ
সদস্য
ও
জেলা
আওয়ামীলীগের
সভাপতি
এ্যাড
সামছুল
আলম
দুদু,
পুলিশ
সুপার
সালাম
কবির,
জেলা
পরিষদ
চেয়ারম্যান
আরিফুর
রহমান,
সদর
উপজেলা
চেয়ারম্যান
ও
জেলা
আওয়ামীলীগের
সাধারণ
সম্পাদক
এস
এম
সোলায়মান
আলী
সহ
বিভিন্ন
পর্যায়ের
কর্মকর্তা
ও
রাজনৈতিক
নেতৃবৃন্দ।
পাঁচবিবিতেও শোক র্যালি বের করা হয়। আলোচনা
সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহিদ মুন্না।
এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল শোক র্যালি বের হয়ে কালাই-বগুড়া সড়কে প্রদক্ষিণ করে। পরে
আলোচনা সভায় কালাই পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর সাজ্জাদুর রহমান কাজল এর সঞ্চালনায় কালাই উপজেলার নির্বাহী অফিসার মো.আফাজ উদ্দিন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন মোল্লা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার, উপজেলার মুক্তিযোদ্ধা মুনীশ চৌধুরীসহ অন্যরা।
অন্যদিকে শোক র্যালি করেছে কালাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ উপলক্ষে মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা
করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার হালিমুল আলম জন, মাত্রাই ইউপি চেয়ারম্যান
শওকত হাবিব তালুকদার লজিক, আব্দুল কাদের সহ অন্যরা।
অনরুপ
কর্মসূচি পালন করেছে আক্কেলপুর ও ক্ণেতলাল উপজেলা পরিষদ এবং স্থানীয় আওয়ামীলীগ ও
এর অঙ্গসংগঠনসমুহ।
No comments:
Post a Comment