Thursday, August 1, 2019

জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৬ জন নিহত : অসুস্থ্য আরো তিন জন



জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে 
আক্রান্ত হয়ে ৬ জন নিহত : অসুস্থ্য আরো তিন জন





জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই শ্রমিক হাসপাতালে নেয়ার পথে আরো দুজনসহ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো জন। আহতদেরকে নওগাঁ হাসপাতাল আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন
বুধবার সকালে আক্কেলপুর উপজেলার জাফরপুর পলাশবাড়ী গ্রামে ঘটনা ঘটে

নিহতরা হলেন, জাফরপুর পলাশবাড়ী গ্রামের বাড়িওয়ালা নিখিল চন্দ্রের ছেলে প্রিতম , তার চাচা মৃত গোবিন্দ চন্দ্রের ছেলে গণেশ, রেজাউল করিমের ছেলে সজল , সাথী হোসেনের ছেলে শিহাব , গণিপুর গ্রামের ছামছুল আকন্দের ছেলে হেড মিস্ত্রি শাহিন এবং বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা খলিশ্বর গ্রামের খলিলুর রহমানের ছেলে মুকুল
পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জাফরপুর পলাশবাড়ী গ্রামের নিখিলের বাড়ীর সেপ্টিক ট্যাংকির সাটার খুলে শ্রমিক শাহিন ট্যাংকির নিচে নেমে আর উঠে না আসায় তাকে বাঁচাতে একে একে ৯জন ট্যাংকিতে নেমে আটকা পড়ে প্রচন্ড গ্যাসে অসুস্থ হয় যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে সেখান থেকে ৪জনের মৃতদেহসহ ৯জনকে উদ্ধার করে। আহত জনকে হাসপাতালে নেয়ার পথে আরো জনের মৃত্যু হয়। নিহত জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে


No comments:

Post a Comment