Joypurhat Tv
Joypurhat TV grassroots TV. Stay tuned for all kinds of visual news and entertainment.
Monday, May 18, 2020
Friday, August 16, 2019
জয়পুরহাট কালাই ও পাঁচবিবিতে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
মো: রনি আকন্দ, জয়পুরহাট থেকে: জাতির জনক
বঙ্গবন্ধু
শেখ
মুজিবুর
রহমানের
৪৪তম
শাহাদৎ
বার্ষিকী
ও
জাতীয়
শোক
দিবস
উপলক্ষে
জয়পুরহাট
জেলা
প্রশাসনের
উদ্যোগে
র্যালী
ও
আলোচনা
সভা
অনুষ্ঠিত
হয়েছে।
এ উপলক্ষে
জেলা
প্রশাসকের
কার্যালয়
চত্ত্বর
থেকে
একটি
শোকর্যালী
বের
হয়ে
শহরের
প্রধান
প্রধান
সড়ক
প্রদক্ষিন
শেষে
স্থানীয়
শহীদ
ডাঃ
আবুল
কাশেম
ময়দানে
এসে
শেষ
হয়।
র্যালী শেষে
জাতির
জনক
বঙ্গবন্ধু
শেখ
মুজিবুর
রহমানের
প্রতিকৃতিতে
পুষ্পস্তবক
অর্পন
করা
হয়।
পরে জেলা
পরিষদ
মিলনায়তনে
জেলা
প্রশাসক
জাকির
হোসেন
এর
সভাপতিত্বে
অনুষ্ঠিত
শোক
সভায়
বক্তৃতা
করেন
জয়পুরহাট-
০১
আসনের
সংসদ
সদস্য
ও
জেলা
আওয়ামীলীগের
সভাপতি
এ্যাড
সামছুল
আলম
দুদু,
পুলিশ
সুপার
সালাম
কবির,
জেলা
পরিষদ
চেয়ারম্যান
আরিফুর
রহমান,
সদর
উপজেলা
চেয়ারম্যান
ও
জেলা
আওয়ামীলীগের
সাধারণ
সম্পাদক
এস
এম
সোলায়মান
আলী
সহ
বিভিন্ন
পর্যায়ের
কর্মকর্তা
ও
রাজনৈতিক
নেতৃবৃন্দ।
পাঁচবিবিতেও শোক র্যালি বের করা হয়। আলোচনা
সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহিদ মুন্না।
এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল শোক র্যালি বের হয়ে কালাই-বগুড়া সড়কে প্রদক্ষিণ করে। পরে
আলোচনা সভায় কালাই পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর সাজ্জাদুর রহমান কাজল এর সঞ্চালনায় কালাই উপজেলার নির্বাহী অফিসার মো.আফাজ উদ্দিন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন মোল্লা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার, উপজেলার মুক্তিযোদ্ধা মুনীশ চৌধুরীসহ অন্যরা।
অন্যদিকে শোক র্যালি করেছে কালাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ উপলক্ষে মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা
করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার হালিমুল আলম জন, মাত্রাই ইউপি চেয়ারম্যান
শওকত হাবিব তালুকদার লজিক, আব্দুল কাদের সহ অন্যরা।
অনরুপ
কর্মসূচি পালন করেছে আক্কেলপুর ও ক্ণেতলাল উপজেলা পরিষদ এবং স্থানীয় আওয়ামীলীগ ও
এর অঙ্গসংগঠনসমুহ।
Thursday, August 1, 2019
জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৬ জন নিহত : অসুস্থ্য আরো তিন জন
জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে
আক্রান্ত হয়ে ৬ জন নিহত : অসুস্থ্য আরো তিন জন
জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে
বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই ৪
শ্রমিক ও হাসপাতালে নেয়ার পথে আরো
দুজনসহ ৬ জন
নিহত হয়েছে। আহত
হয়েছে আরো ৩
জন। আহতদেরকে নওগাঁ
হাসপাতাল ও আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক
জানিয়েছেন।
বুধবার সকালে আক্কেলপুর উপজেলার জাফরপুর পলাশবাড়ী গ্রামে এ ঘটনা
ঘটে।
নিহতরা হলেন, জাফরপুর
পলাশবাড়ী গ্রামের বাড়িওয়ালা নিখিল চন্দ্রের ছেলে
প্রিতম , তার চাচা
মৃত গোবিন্দ চন্দ্রের ছেলে গণেশ, রেজাউল
করিমের ছেলে সজল , সাথী হোসেনের ছেলে শিহাব , গণিপুর গ্রামের ছামছুল আকন্দের ছেলে হেড মিস্ত্রি শাহিন এবং বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা খলিশ্বর গ্রামের খলিলুর রহমানের ছেলে মুকুল।
পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জাফরপুর পলাশবাড়ী গ্রামের নিখিলের বাড়ীর সেপ্টিক ট্যাংকির সাটার খুলে শ্রমিক শাহিন ট্যাংকির নিচে নেমে আর উঠে না আসায় তাকে বাঁচাতে একে একে ৯জন ট্যাংকিতে নেমে আটকা পড়ে প্রচন্ড গ্যাসে অসুস্থ হয় যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে সেখান থেকে ৪জনের মৃতদেহসহ ৯জনকে উদ্ধার করে। আহত ৫ জনকে হাসপাতালে নেয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়। নিহত ৬ জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Subscribe to:
Posts (Atom)